
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গুইলাইন-ব্যারে সিন্ড্রোম (জিবিএস)-এ আক্রান্ত পুণের ৫৯ জন বাসিন্দা। বিরল এই স্নায়ুরোগে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩৫ জন বাসিন্দা। এর মধ্যে ১২ জন ভেন্টিলেশনে রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ২০ জন মহিলা। জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে পুনে গ্রামীণ এলাকা থেকে ৩৩ জন, পুনে থেকে ১১ জন এবং পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর এলাকা থেকে ১২ জন রয়েছেন। পার্শ্ববর্তী জেলা থেকে আসা তিনজন রোগীও পুনেতে চিকিৎসাধীন।
স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা ডাঃ ববিতা কমলাপুরকর বলেন, “রাজ্যের র্যাপিড রেসপন্স টিম বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে এবং নজরদারি শুরু করা হয়েছে। রোগীদের মল এবং রক্তের নমুনা পরীক্ষার জন্য পুনের জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে (এনআইভি) পাঠানো হয়েছে। যে সমস্ত এলাকা থেকে আক্রান্তের খোঁজ মিলছে, সেখানকার জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জনসাধারণকে সচেতন করার জন্য প্রচার করা হচ্ছে।” তিনি আরও বলেন, ''বেসরকারি চিকিৎসকদের জিবিএস-এর সন্দেহভাজন কোনও রোগীর খোঁজ পেলে তৎক্ষণাৎ স্বাস্থ্য কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।'' ববিতা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। স্বাস্থ্যবিভাগ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে।
পুনে পৌরসভার স্বাস্থ্যপ্রধান ডাঃ নিনা বোরাডে জানান, বেশিরভাগ রোগীই সাম্প্রতিক সময় বাইরের খাবার বা জল খেয়েছেন। তিনি বলেন, "প্রাথমিকভাবে, রোগীরা পেটের সমস্যার কথা জানিয়েছিলেন, যা কয়েক দিনের মধ্যেই সেরে যায়। পরে হঠাৎই তাঁরা দুর্বল বোধ করেন। যা জিবিএসের একটি লক্ষণ।"
আপাতত পুনে শহর, পিম্পরি-চিঞ্চওয়াড়, নান্দেড়গাঁও, নান্দোশি, কির্কিটওয়াড়ি, ধায়ারি এবং খড়কওয়াসলার বাসিন্দাদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত জিবিএস-এ আক্রান্তদেক শরীর নিচের অঙ্গে, তারপর উপরের অঙ্গে দ্রুত দুর্বলতা দেখা দেয়। ক্রমে তা শ্বাস-প্রশ্বাসের পেশীতে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি ব্যাকটেরিয়া থেকে এই সংক্রমণ হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, জিবিএস সঠিক চিকিৎসাতেই সেরে যায়। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের